সিলেট শহরের শেখঘাটস্থ ‘‘এহিয়া ভিলা’’ নিবাসী সিলেট অঞ্চলের স্বনামধন্য জমিদার খান বাহাদুর আবু নছর মোহাম্মদ এহিয়া ওরফে (জিতু মিয়া)সাহেব তাঁর সমুদয় সম্পত্তি তদানিন্তন আসাম সরকারকে ট্রাস্টি নিয়োগ করে ১৯২২ খ্রিঃ ১৬ই ফেব্রুয়ারী ওয়াক্ফ করেন। উক্ত ওয়াকফ্ খান বাহাদুর এহিয়া ওয়াক্ফ এস্টেট সিলেট নামে পরিচিত। এ ওয়াকফ এস্টেটটি,ওয়াকফ্ প্রশাসক বাংলাদেশের তালিকাভূক্ত, যার নিবন্ধন ইসি নং -১৩০৭১। বিস্তারিত