মেনু নির্বাচন করুন
Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ০৯ জানুয়ারী ২০২৪

আইনী পরামর্শক

খান বাহাদুর এহিয়া ওয়াক্ফ এস্টেটের  বিশাল ওয়াকফ্ সম্পত্তি নিয়ে বিভিন্ন আদালতে বহু মামলা মোকদ্দমা বিদ্যমান। মামলা পরিচালনার জন্য মহামান্য হাইকোর্টে ও সিলেট বিভাগের ০৪টি জেলার জন্য আইনজীবি নিয়োজিত আছেন।

মহামান্য হাইকোর্ট এস্টেটের মামলা পরিচালনার জন্য এডভোকেট এ,কে,এম,শামসুল হক এবং এডভোকেট গোলাম আহমেদ নিযুক্ত আছেন। সিলেট জেলার মামলা পরিচালনার জন্য এডভোকেট আহছান্নুজ্জামান চৌধুরী, ৩নং বার লাইব্রেরী, সিলেট নিয়োজিত ছিলেন। কিন্তু তিনি পরলোক করায় তার স্থলে নতুন কাউকে আর নিয়োগ দেয়া হয়নি। হবিগঞ্জ জেলার মামলা পরিচালনার জন্য এডভোকেট মোঃ আব্দুল হান্নান চৌধুরী নিযুক্ত আছেন।

একই সাথে কেবি এহিয়া ওয়াকফ এস্টেটের হবিগঞ্জ আদালতে ফৌজদারি মামলা পরিচালনার জন্য জনাব মোঃ রেজাউল করিম খান আইনজীবী নিযুক্ত আছেন। এছাড়াও মৌলভীবাজার জেলায় মামলা পরিচালনার জন্য জনাব বিশ্বজিৎ ঘোষ এডভোকেট নিযুক্ত আছেন।