মেনু নির্বাচন করুন
Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ০৯ জানুয়ারী ২০২৪

এস্টেটের সম্পত্তির সংক্ষিপ্ত বিবরণ

সিলেট শহরের শেখঘাটস্থ ‘‘এহিয়া ভিলা’’ নিবাসী সিলেট অঞ্চলের স্বনামধন্য জমিদার খান বাহাদুর  আবু নছর মোহাম্মদ এহিয়া ওরফে (জিতু মিয়া) সাহেব তাঁর সমুদয় সম্পত্তি তদানিন্তন আসাম সরকারকে ট্রাস্টি নিয়োগ করে তাঁর সমুদয় সম্পত্তি শিক্ষা ও মানব কল্যাণের উদ্দেশ্যে ১৯২২ খ্রিঃ ১৬ই ফেব্রুয়ারী ওয়াক্ফ করেন। উক্ত ওয়াকফ্ এস্টেটটি খান বাহাদুর এহিয়া ওয়াক্ফ এস্টেট সিলেট নামে পরিচিত। এ ওয়াকফ এস্টেটটি, ওয়াকফ্ প্রশাসক বাংলাদেশের তালিকাভূক্ত, যার নিবন্ধন ইসি নং -১৩০৭১।খান বাহাদুর এহিয়া ওয়াকফ্ এস্টেট সিলেটের মোট ভূ-সম্পত্তির পরিমাণ ৬২১৯.৩৭২৪ একর ।

খান বাহাদুর এহিয়া ওয়াক্ফ এস্টেটের সম্পত্তির মধ্যে জলমহাল, হাটবাজার, বাণিজ্যিক ভবন, খাস ও মেয়াদী বন্দোবস্তীয় ভূমি বিদ্যমান। সিলেট বিভাগের সদর সিলেট, বানিয়াচং, আজমিরীগঞ্জ, নবীগঞ্জ, কুলাউড়া, জুড়ী, শাল্লা ও দিরাই উপজেলায় এস্টেটের এ সমস্ত সম্পত্তি অবস্থিত।

শিক্ষা ও মানবকল্যাণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এই ওয়াক্ফ এস্টেটের সম্পত্তির উপর সিলেট বিভাগের বিভিন্ন জেলায় বহু স্কুল,কলেজ, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, দাতব্য চিকিৎসালয়, মন্দির, মন্দির ইত্যাদি স্থাপনা রয়েছে। খান বাহাদুর এহিয়া ওয়াকফ্ এস্টেটের যাবতীয় কার্যক্রম  বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ, সিলেট ও মোতাওয়াল্লী, কেবি এহিয়া ওয়াকফ্ এস্টেট সিলেট এর নির্দেশনায় পরিচালিত হয়।