মেনু নির্বাচন করুন
Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ০৯ জানুয়ারী ২০২৪

এস্টেট পরিচালনা

ওয়াক্ফ দলিলে তদানিন্তন সিলেট জেলার সর্বোচ্চ রাজস্ব কর্মকর্তা (জেলা প্রশাসক)-কে এস্টেট পরিচালনার দায়িত্ব দেয়া হয়, অর্থাৎ মোতাওয়াল্লী নিয়োগ করা হয়। সেই অনুসারে ১৯২২ খ্রিঃ থেকে সিলেটের জেলা প্রশাসক মোতাওয়াল্লী হিসেবে এস্টেট পরিচালনা করতেন। কিন্তু পরবর্তীতে ১৯৯৫ খ্রিঃ সনে সিলেট জেলা বিভাগে রূপান্তরিত হওয়ায় এবং এস্টেটের সম্পত্তি সিলেট বিভাগের ৪টি জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকায় এস্টেটের বেনিফিসিয়ারীদের আবেদনের প্রেক্ষিতে সরকার কর্তৃক ১৯৯৬খ্রিঃ সনে ২১ ডিসেম্বর থেকে বিভাগীয় কমিশনার সিলেট-কে মোতাওয়াল্লী নিয়োগ করেন। তখন থেকে বিভাগীয় কমিশনার সিলেট মোতাওয়াল্লী হিসেবে এস্টেট পরিচালনা করে আসছেন।

  • ওয়াক্ফ অধ্যাদেশ ১৯৬২ 

ওয়াক্ফ-অধ্যাদেশ-১৯৬২

  • ওয়াক্ফ সম্পত্তি হস্তান্তর ও উন্নয়ন বিশেষ বিধান আইন, ২০১৩

হস্তান্তর ও উন্নয়ন বিশেষ আইন

 ওয়াক্‌ফ (সংশোধন) আইন ২০১৩