হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার অনুন্নত ও প্রত্যন্ত আতুকুড়া এলাকায় শিক্ষার মানোন্নয়ন ও উক্ত এলাকার ছেলে- মেয়েদের শিক্ষার সুযোগ সৃস্টির জন্য স্থানীয় জনসাধারণের চাহিদার প্রেক্ষিতে ২০১২ সনে ওয়াক্ফ এস্টেটের ১.০০ একর ভূমিতে খান বাহাদুর এহিয়া ওয়াকফ এস্টেট সিলেটের প্রতিষ্ঠাতা মরহুম ‘‘ খান বাহাদুর আবু নছর মোহাম্মদ এহিয়া ’’ সাহেবের নামানুসারে “ খান বাহাদুর এহিয়া উচ্চ বিদ্যালয় ” আতুকুড়া, বানিয়াচং হবিগঞ্জ প্রতিষ্ঠা করা হয়েছে। উক্ত বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী হতে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান কার্যক্রম চলমান রয়েছে।
বানিয়াচং উপজেলার অনুন্নত ও প্রত্যন্ত আতুকুড়া এলাকায় বিদ্যালয়টি স্থাপিত হলেও প্রতিষ্ঠালগ্ন হতে মোতাওয়াল্লী মহোদয় সুযোগ্য নির্দেশনা ও শিক্ষকদের নিবিড় তত্ত্ববধান ও শিক্ষার্থীদের পরিশ্রমের মাধ্যমে জে,এসসি ও এস,এসসি পরীক্ষায় চমৎকার সাফল্যের ধারাবাহিকতা অক্ষুন্ন করেছেন। উক্ত বিদ্যালয় হতে শিক্ষার্থীরা জে,এসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে ২০১৫-২০১৬ সনের১০০% এবং ২০২১ সনের এস,এসসি পরীক্ষায় ৯৪% ফলাফল অর্জন করে। বিদ্যালয়টির মোট শিক্ষার্থীর সংখ্যা ২৬০জন । চলতি বছর এস,এসসি পরীক্ষায় মোট ৫০জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। ২০২৪ সনের ভর্তি কাযক্রম চলমান রয়েছে।