বিগত ১১/০৯/২০১৬ খ্রিঃ তারিখে প্রাক্তন মোতাওয়াল্লী জনাব মোঃ জামাল উদ্দীন আহমেদ মোতাওয়াল্লী মহোদয় জেলা প্রশাসক হবিগঞ্জ এবং এস্টেটের কর্মকর্তা ও কর্মচারীসহ বানিয়াচং উপজেলার প্রত্যন্ত অঞ্চল কাদিরগঞ্জ (মার্কুলী) এলাকায় এস্টেটের উপকারভোগী ও সাধারণ মানুষের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এলাকাটি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত হওয়ায় জেলা শহরের সহিত যোগাযোগ ব্যবস্থা খুবই অনুন্নত। উক্ত এলাকায় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও একটি উচ্চ বিদ্যালয় থাকলেও ৫-১০ কিলোমিটারের মধ্যে উচ্চ শিক্ষার জন্য কোন কলেজ নাই। যার দরুণ অনেক মেধাবী ছাত্র/ছাত্রী উচ্চশিক্ষা গ্রহণ হতে বঞ্চিত হচ্ছে। যার ফলে অনেক মেধাবী শিক্ষার্থী অকালে ঝরে পড়ছে।
প্রত্যন্ত এলাকায় শিক্ষার হার বৃদ্ধি, আর্থিকভাবে অস্বচ্ছল মেধাবী ছাত্র/ছাত্রী উচ্চশিক্ষার পথ সুগম, মেধাবী শিক্ষার্থী অকালে ঝরে পড়ারোধে সর্বোপরি খান বাহাদুর এহিয়া সাহেবের দৃস্টিভঙ্গির সহিত সামাঞ্জস্য রেখে এবং অত্র এলাকার উচ্চশিক্ষার পথ সুগম করার লক্ষ্যে এস্টেটের ওয়াকিফের নামানুসারে এস্টেটের বানিয়াচং উপজেলাস্থ মৌজা- মশাকুলিচক মৌজার ৪.১৪ একর ভূমিতে খান বাহাদুর এহিয়া কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়। বর্ণিত ভূমিটি নিচু হওয়ার দরুণ এস্টেটের নিজস্ব ব্যবস্থাপনায় নিজ খরচে মাটি ভরাট করা হয়। বিগত ১৮/০১/২০১৭খ্রিঃ তারিখে জনাব মোঃ জামাল উদ্দীন আহমেদ, প্রাক্তন বিভাগীয় কমিশনার ও মোতাওয়াল্লী, কেবি এহিয়া ওয়াক্ফ এস্টেট সিলেট মহোদয় কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।