মেনু নির্বাচন করুন
Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ০৫ ফেব্রুয়ারী ২০১৯

নায়েব অফিস, ০১নং কাঁচারী, বানিয়াচং, হবিগঞ্জ

খান বাহাদুর এহিয়া ওয়াক্ফ এস্টেটের সম্পত্তি পুরো সিলেট বিভাগ জুড়ে বিস্তৃত থাকলেও এই ওয়াক্ফ এস্টেটের একটি বৃহৎ অংশ হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় অবস্থিত। বানিয়াচং উপজেলাস্থ গ্যানিংগঞ্জ বাজারে অবস্থিত এস্টেটের  নায়েব অফিস, ০১নং কাঁচারীতে একজন নায়েব এবং একজন পিয়ন কাম নৈশ প্রহরী কর্মরত আছেন। বিভাগীয় কমিশনার ও মোতাওয়াল্লী মহোদয়ের নির্দেশে এবং নায়েব, কেবি এহিয়া ওয়াক্ফ এস্টেট, ০১নং কাঁচারী, বানিয়াচং, হবিগঞ্জ মাধ্যমে উক্ত এলাকার যাবতীয় কার্যক্রম সম্পাদন করা হয়। নায়েব অফিস, ০১নং কাচারী বানিয়াচং হবিগঞ্জ এর আওতাভুক্ত এলাকাসমূহ হচ্ছে-বানিয়াচং, আজমিরীগঞ্জ এবং নবীগঞ্জ।