খান বাহাদুর এহিয়া ওয়াক্ফ এস্টেটের সম্পত্তি পুরো সিলেট বিভাগ জুড়ে বিস্তৃত থাকলেও এই ওয়াক্ফ এস্টেটের একটি অংশ হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলাস্থ মার্কুলী এলাকায় অবস্থিত। মার্কুলী এলাকার এস্টেটের স্বত্ব দখলীয় জলমহাল, হাট-বাজার রয়েছে। এস্টেটের মার্কুলী তহসীল অফিসে একজন সহকারী তহসীলদার ও একজন পিয়ন-কাম নৈশ প্রহরী কর্মরত আছেন। বিভাগীয় কমিশনার ও মোতাওয়াল্লী মহোদয়ের নির্দেশে সহকারী তহসীলদার এর মাধ্যমে মার্কুলী এলাকার যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হয়। মার্কুলী তহসীল অফিসের আওতাভূক্ত এলাকা হচ্ছে- বানিয়াচং উপজেলা একাংশ মার্কুলী এলাকা,সুনামগঞ্জ জেলার শাল্লা ও দিরাই উপজেলা।