মেনু নির্বাচন করুন
Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ০৯ জানুয়ারী ২০২৪

এস্টেটের পরামর্শক কমিটি

খান বাহাদুর এহিয়া ওয়াক্ফ এস্টেট সুষ্ঠভাবে পরিচালনার জন্য ১৯৯২ খ্রিঃ সনে মোতাওয়াল্লী কর্তৃক একটি পরামশর্ক কমিটি গঠন করা হয়। তারও পূর্বে ওয়াকফ প্রশাসক কর্তৃক অনুরূপ একটি পরামশর্ক কমিটি করা হয়েছিল। মোতাওয়াল্লী  এহিয়া ভিলা সিলেটে (ওয়াকিফের বসত বাড়ি) বসবাসের অধিকার রাখেন এমন বেনিফিসিয়ারীদের নিয়ে এই কমিটি গঠন করেন। সময় সময় মোতাওয়াল্লী কর্তৃক কমিটির সভা আহবান করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরামশর্ক কমিটির মাধ্যমে নেয়া হয়। বিগত ২৪/১/০৯ খ্রিঃ তারিখের পরামশর্ক কমিটির সভায় উক্ত পরামর্শক কমিটিতে সিলেট বিভাগের ০৪ জেলার জেলা প্রশাসকগণকে সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করা হয়েছে এবং ম্যানেজার, কেবি এহিয়া ওয়াক্ফ এস্টেট, সিলেট-কে সদস্য, একই সাথে এস্টেটের ভারপ্রাপ্ত কর্মকর্তা-কে সদস্য সচিব করা হয়েছে।

বর্তমান কমিটির সদস্য নিম্নরূপ :

০১।      বিভাগীয় কমিশনার, সিলেট ও মোতাওয়াল্লী,                         সভাপতি

০২।     জেলা প্রশাসক, সিলেট                                                           সদস্য

০৩।     জেলা প্রশাসক, হবিগঞ্জ।                                                       সদস্য

০৪।     জেলা প্রশাসক, সুনামগঞ্জ।                                                    সদস্য

০৫।     জেলা প্রশাসক, মৌলভীবাজার।                                            সদস্য

০৬।     জনাব আব্দুল হাদী চৌধুরী, এহিয়া ভিলা, সিলেট।                  সদস্য

০৭।     ড.জয়নাব ফারুকী, এহিয়াভিলা, সিলেট।                              সদস্য

০৮।     জনাব শাহিদ মোবারক, এহিয়া ভিলা, সিলেট।                       সদস্য

০৯।     ডা. মরিয়ম ফারুকী, এহিয়া ভিলা, সিলেট।                            সদস্য

১০।      জনাব মমতাজ ফারুকী, এহিয়া ভিলা, সিলেট।                     সদস্য

১১।      জনাব আসিফ সালেহ, এহিয়া ভিলা, সিলেট।                        সদস্য

১২।      ম্যানেজার, কেবি এহিয়া ওয়াকফ এস্টেট, সিলেট                 সদস্য

১৩।     খন্দকার আব্দুল হাফিজ, এহিয়া ভিলা, সিলেট।                     সদস্য

১৪।      ভারপ্রাপ্ত কর্মকর্তা, কেবি এহিয়া ওয়াকফ এস্টেট সিলেট      সদস্য সচিব।