সিলেটের স্বনামধন্য জমিদার, দানবীর, জনহিতৈষী ব্যক্তি, খান বাহাদুর আবু নছর মোহাম্মদ এহিয়া ওয়াকফ্ এস্টেটের প্রতিষ্ঠাতা খান বাহাদুর আবু নছর মোহাম্মদ এহিয়া’র মহান ত্যাগ ও কর্মকে স্মরণীয় করে রাখা এবং সিলেট অঞ্চলের ছাত্র/ছাত্রীদের উদ্বুদ্ধ করার লক্ষে “খান বাহাদুর আবু নছর মোহাম্মদ এহিয়া (জিতু মিয়া) শিক্ষাবৃত্তি-২০২৪” বিতরণ উদ্যোগ নেয়া হয়। তারই অংশ হিসেবে এ বছর হবিগঞ্জ জেলার বানিয়াচং, নবীগঞ্জ এবং আজমিরীগঞ্জ উপজেলার হাইস্কুল/কলেজ/মাদারাসা এর ৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২০ জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।
গত ৩১.০৩. ২০২৪ খ্রি. তারিখ রোববার সকাল ১০.০০ ঘটিকা উপজেলা পরিষদ মিলনায়তন, বানিয়াচং, হবিগঞ্জে, বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং ০৩টি উপজেলা হতে আগত শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে অত্যন্দ আনন্দগন পরিবেশে জনাব আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি, বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ সিলেট ও মোতাওয়াল্লী, কেবি এহিয়া ওয়াক্ফ এস্টেট সিলেট প্রধান অতিথি হিসেবে “খান বাহাদুর আবু নছর মোহাম্মদ এহিয়া (জিতু মিয়া) শিক্ষাবৃত্তি-২০২৪” শিক্ষাবৃত্তি বিতরণ করেন।
উক্ত শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জনাব দেবজিৎ সিংহ, হবিগঞ্জের জেলা প্রশাসক জনাব মোছা: জিলুফা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব প্রিয়াংকা পাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা বানিয়াচং জনাব মোঃ মাহবুবুর রহমান, বিভাগীয় কমিশনার মহোদয়ের একান্ত সচিব ও কে,বি ওয়াকফ এস্টেটের ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ মহিউদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) বানিয়াচং, হবিগঞ্জ জনাব মোঃ সাইফুল ইসলাম, কেবি এহিয়া ওয়াক্ফ এস্টেটের বিশেষ সহায়ক কর্মকর্তা জনাব শাহিদ মোবারক, এস্টেটের ম্যানেজার জনাব আব্দুর রহমান, নায়েব সিরাজুল ইসলাম খান, ফয়েজ আহমেদসহ এস্টেটের অন্যান্য কর্মচারীসহ উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগণ।
শিক্ষাবৃত্তি বিতরণের পূর্বে জনাব আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি, বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ সিলেট ও মোতাওয়াল্লী, কেবি এহিয়া ওয়াক্ফ এস্টেট সিলেট, আগত শিক্ষার্থীদের উন্নত জীবন গঠন, আলোকিত মানুষ এবং দেশসেবায় নিয়োজিত হওয়ার লক্ষে পড়ালেখায় মনোযোগী হওয়ার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।