প্রতি বছরের ন্যায় এ বছরও পবিত্র ঈদ উল ফিতর-২০২৪ উপলক্ষে খান বাহাদুর এহিয়া ওয়াক এস্টেট, সিলেট এর উদ্যোগে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলাস্থ আল মদিনা শিশু একাডেমি ও এতিমখানার ছাত্রদের মাঝে পোশাক বিতরণ করেন জনাব আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি, বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ সিলেট ও মোতাওয়াল্লী, কেবি এহিয়া ওয়াক্ফ এস্টেট সিলেট । গত ৩১.০৩. ২০২৪ খ্রি. তারিখ রোববার বেলা ৩টায় কে,বি এহিয়া ওয়াকফ এস্টেটের বানিয়াচং উপজেলাস্থ ০১নং কাঁচারীতে প্রধান অতিথি হিসেবে ৫০ জন এতিম ছাত্রদের মাঝে পোশাক বিতরণ করেন তিনি।
উক্ত পোশাষ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জনাব দেবজিৎ সিংহ, হবিগঞ্জের জেলা প্রশাসক জনাব মোছা: জিলুফা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব প্রিয়াংকা পাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা বানিয়াচং জনাব মোঃ মাহবুবুর রহমান, বিভাগীয় কমিশনার মহোদয়ের একান্ত সচিব ও কে,বি ওয়াকফ এস্টেটের ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ মহিউদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) বানিয়াচং, হবিগঞ্জ জনাব মোঃ সাইফুল ইসলাম, কেবি এহিয়া ওয়াক্ফ এস্টেটের বিশেষ সহায়ক কর্মকর্তা জনাব শাহিদ মোবারক, এস্টেটের ম্যানেজার জনাব আব্দুর রহমান, নায়েব সিরাজুল ইসলাম খান, ফয়েজ আহমেদসহ এস্টেটের অন্যান্য কর্মচারীগণ।